শেরপুরে নালিতাবাড়ীতে ৬৪ বোতল বিদেশি মদসহ দুই মাদককারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৪)। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রবিবার সকালে নালিতাবাড়ী উপজেলার আন্দারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চান্দের নগর মাইজপাড়া এলাকার রওশদ আলীর ছেলে মো. খোরশেদ আলম (৩৭) ও নালিতাবাড়ী উপজেলার আন্দারপাড়া এলাকার জুলফিকার আলীর ভুট্রোর ছেলে আব্দুল আজিজ (৩২)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড় নয়টার দিকে র্যাবের একটি অপারেশন দল জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার আন্দারপাড়া গ্রামের বারোমারী মিশন মোড় সংলগ্ন শ্যামল চিসিমের চায়ের দোকানে সামনে অভিযান পরিচালনা করেন। এসময় মো. খোরশেদ আলম ও আব্দুল আজিজকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৬৪ বোতল বিদেশী মদসহ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, উপরোক্ত ঘটনার ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।