শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমিসহ ঘর পেলেন ৬৩ দরিদ্র অসহায় পরিবার। মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘরগুলো উপহার হিসেবে প্রদান করেন।
শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পটির শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম আনুষ্ঠানিকভাবে ৬৩ পরিবারের হাতে ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন।
নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও উপকারভোগি মহিলা-পুরুষ উপস্থিত ছিলেন।