শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিন রানীগাওঁ,কালিনগর ও গোল্লারপাড় এলাকায় প্রায় ৩ শ’ একর বোর আবাদ নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুওে উপজেলার দক্ষিনরানীগাওঁ,কালনগর ও গোল্লারপাড় এলাকার প্রান্তীক চাষী ও ক্ষুদ্র কৃষকরা শেরপুরের জেলা প্রশাসক বরাবর বোর আবাদ নষ্টের জন্য ক্ষতিপূরণ ও উপজেলা কৃষি অফিসারের শাস্তি চেয়ে এক লিখিত অভিযোগ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগের বিবরণীতে জানাযায়,গত কয়েক দিন ধওে বৃষ্টিপাতের কারণে উপজেলা ধুধুয়ার খালের পানি বৃদ্ধি পাওয়ার ফলে এই খালের উপর নির্মিত উত্তর কাপাসিয়া ও পূর্ব কাপাসিয়ায় দুটি স্লুইজ গেইটের কপাট বন্ধ করে রাখার জন্য ধুধুয়ার খাল এর পানি বিভিন্ন স্থান দিয়ে ধুধুয়ার খালের পাড় ঘড়িয়ে ও পার ভেঙ্গে দক্ষিন রানীগাও,কালীনগর ,গোল্লারপাড়,ও কাউয়াকুুড়ি এলাকার প্রায় ৩শ’ একর উঠতি বোর আবাদ ৪-৫ দিন যাবৎ পানির নিচে তলিয়ে আছে। এর ফলে অধিকাংশ ক্ষেতের ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার শরিফ ইকবাল কে বার বার জানানো সত্তেও তিনি কোন প্রদক্ষেপ গ্রহন করেন নাই।অভিযোগকারী কৃষকদের মধ্যে আলহাজ্ব প্রবন আলী সাংবাদিকদের জানান, উত্তর কাপাসিয়া ও পূর্ব কাপাসিয়া এলাকায় ধুধুয়ার খালের উপর নির্মিত স্লুইজ গেইটের কপাট বন্ধ রাখার কারণে আমাদেও এলাকার প্রায় ৩ শ’ একর বোর আবাদ নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর ক্ষতিপূরণ ও উপজেলা কৃষি অফিসারের দায়িত্বহীনতার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনর জন্য দাবি দাবি জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শরিফ ইকবাল সাংবাদিকদের বলেন,অমি সেচ কমিটির এক জন সদস্য ,আমি সবসময় কৃষকদের মঙ্গলে কাজ করি। এব্যাপারে আমার কোন গাফিলতি নাই তার পরেও কৃষকরা যদি আমার সম্পর্কে অভিযোগ কওে তাহলে আমার করার কিছু নেই।