শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল বিদেশী মদসহ মো. মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ২৩ মার্চ বুধবার রাতে উপজেলার কন্যাডুবি এলাকার গ্রামীণ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান পার্শ্ববর্তী আন্ধারুপাড়া গ্রামের মো. সাহাজুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কন্যাডুবি গ্রামের গ্রামীণ মোড়ে অভিযান চালায়। ওইসময় ২৪ বোতল বিদেশী মদসহ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মিজানুর দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।