শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে। আসন্ন রমজান মাস উপলক্ষে উপজেলায় ২৩ হাজার ৬১২ জন পাচ্ছে টিসিবির এসব পণ্য।
রবিবার (২০ মার্চ) সকালে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। প্রথম দিনে উপজেলার রাজনগর, কলসপাড়, রামচন্দ্রকুড়া ও কাকরকান্দী ইউনিয়নে ২ হাজার ৫০০ পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হয়। পণ্যগুলো হলো- ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল।
এদিকে, টিসিবির ন্যায্য মুল্যে পণ্য কিনতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন নিম্নমধ্য বিত্ত আয়ের লোকজন। তারা এই কর্মসুচী চালু রাখার দাবি জানান।