শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার ও আড়াইআনী জেলখানা মোড় এলাকা থেকে ২১জন ক্রিকেট জুয়াড়িতে রবিবার রাতে খেলা চলাবস্থায় গ্রেপ্তার করেছে। আজ (১৯ মার্চ) সোমাবর সকালে ওই ক্রিকেট জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএন্ডটি রোড়ে কাজলের ও শহরের আড়াইআনী বাজার পুরাতন জেলখানা মোড় এলাকায় আব্দুর রেজ্জাকের চা’য়ের স্টলে অভিযান চালিয়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটের ফাইনাল খেলা চলাবস্থায় ২১জন জুয়াড়িকে নগদ প্রায় ২২ হাজার টাকা মোবাইলসহ গ্রেপ্তার করা হয়েছে। এরা টেলিভিশনে খেলা দেখে আসর বসিয়ে জুয়া খেলছিল। এর বাইরেও শহরের বেশ কয়েকটি চা’য়ের স্টলে দীর্ঘদিন যাবত নানা কৌশলে জুয়াড় ব্যাপক আসর বসে।
এমনকি শহর ছাড়াও ক্রিটেক জুয়ায় আক্রান্ত নালিতাবাড়ীর গ্রাম-গঞ্জও। বিপদগামী সন্তানের কারণে কোন কোন পরিবার ক্রিকেট জুয়ায় সর্বশান্ত হওয়ায় পথে। লাখ-লাখ টাকা পরিবারের অভিভাবকে ভর্তুকি দিতে হচ্ছে। ক্রিটেক জুয়া নিয়ে এলাকার অভিভাকবৃন্দ চিন্তিত হয়ে পড়েছেন।
২১ জনকে গ্রেপ্তারের বিষয়টি নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম নিশ্চিত করেছেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় এস আই আনূল হক বাদি হয়ে মামলা দায়ের করেছেন।