শেরপুরের নালিতাবাড়ীতে এক হাজার একশ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার উত্তর পলাশীকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামাল হোসেন ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
সূত্র জানায়, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর পলাশীকুড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে কামাল হোসনকে এক হাজার একশ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অভিযানে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।