শেরপুরের নালিতাবাড়ীতে হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৪ জুন বুধবার বিকেলে বন্ধসভা নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে স্থানীয় প্রেসকাবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
বন্ধুসভার সভাপতি শাহাদত হোসেন খোকনের সভাপতিত্বে হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় বন্ধুসভার সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক শারমিন সিদ্দিকা সোহাগী, মহিলা বিষয়ক সম্পাদক সায়মা আহমেদ স্বর্ণা, প্রথম আলোর উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রায় ২৫ জন হতদরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।