শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। নিহত বায়োজিদ বোস্তামী আকিব (১৬) ময়মনসিংহ জেলার ফুলপুর পৌর শহরের শিববাড়ী মহল্লার মাওলানা আবু সাঈদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে নালিতাবাড়ী – নকলা নাকুগাঁও স্থলবন্ধর রোডের কাপাশিয়া ব্রিজ এর পাশ্বে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে আকিব। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে নকলা উপজেলায় পৌঁছলে রাস্তায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় আকিবের বন্ধু মোটর সাইকেল আরোহী নাঈম (১৭) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন, তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবার ও প্রতক্ষদর্শি সুত্রে জানা গেছে, পাচঁ বন্ধু মিলে ঈদ উৎসব পালনের জন্য নালিতাবাড়ী -নকলা নাকুগাও স্থলবন্ধর সড়কে মোটর সাইকেল যোগে ঘুরাফেরা করার জন্য নালিতাবাড়ী নাকুগাও স্থলবন্ধর এলাকায় যায়, পরে সেখান থেকে ঘুরাফেরা করে বাড়ী ফেরারপথে কাপাশিয়া ব্রিজের কাছে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।„