শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এর আয়োজনে মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রিন্সিপাল নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, দুইবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল।
প্রিয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ী সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী ছামিউল হক, এডভোকেট ইয়াছমিন আক্তার, সাংবাদিক জাফর আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আবু ইলিয়াস সাদ্দাম, জেলা ছাত্র লীগের সহ- সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনারুল, জেলা ছাত্রলীগের নেতা সাব্বির আহামেদ বাদশা, মেহেদী হাসান শাকিব, বাপ্পি, ইব্রাহিমসহ ১০ টি সেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের হোসেন জুয়েল ।
অনুষ্ঠানে গ্রহনকারী সংগঠনগুলো হলো- ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্গানাইজেশন অব নালিতাবাড়ী, প্রথম আলো বন্ধু সভা, জাগ্রত মানবতা, বিডিক্লিন, রক্ত সৈনিক, দীপশীখা, ইউনাইটেড ফর হিউমিনিটি, সবুজ বাংলাদেশ, ডিভাইন হেল্পারস অব বাংলাদেশসহ আরও কয়েকটি সংগঠন।