স্বাস্থ্যসেবার মনোন্নয়নে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুল বাশার, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুস সবুর, সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো: আব্দুল ফাত্তাহ্ নাজমু, টিআইবির এরিয়া ম্যানেজার এস. এম. আতিকুর রহমান সুমন প্রমুখ।
মতবিনিময় সভায় অফিস সময়ে স্বাস্থ্য সহকারিকে না পাওয়া, রোগীকে চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার পরিচ্ছন্নতা, চাহিদা মাফিক সকল ঔষধ না পাওয়া, প্রসুতি সেবা নিশ্চিত করা ও রক্তচাপ মাপতে অর্থ গ্রহণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশ্ন, অভিযোগ এবং পরামর্শের প্রেক্ষিতে স্বাস্থ্য কর্তৃপক্ষের অবস্থান, মতামত ও ব্যখ্যা প্রদান করেন।
শেরপুর টাইমস/ বা.স