শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আজাহারুল ইসলাম (৩০) নামে এক স্বামী।
১ জুলাই শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কালাকুমা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রবিবার সকালে নিজ ঘর থেকে আজাহারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, এক কন্যা সন্তানের জনক আজাহার শনিবার তার স্ত্রীর সাথে ঝগড়া করে এবং স্ত্রীকে মারধর করে। স্বামীর মারধরের ভয়ে স্ত্রী রাতে শ্বশুর আশকর আলীর ঘরে ঘুমাতে যায়। এদিকে রাতের কোন এক সময় আজাহার নিজের ঘরের আড়ার (ধন্নার) সাথে গলায় রশি পেচিয়ে আত্মহতা করে। পরে রবিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনেরা।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ আজাহারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।