শেরপুরের নালিতাবাড়ীতে স্ত্রীর মৃত্যুর খবর শোনে প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে শোকে মুহ্যমান হয়ে মারা গেলেন স্বামী। আজ (১১ মার্চ) রোববার বিকেলে এমন বিরল ভালোবাসার মর্মস্পর্শী ঘটনা ঘটেছে উপজেলার ঘাকপাড়া সংলগ্ন ঘাইলারা (সিন্দুরকোচা) গ্রামে।
পারিবারিক সুত্রে জানা যায়, ঘাইলারা (সিন্দুরকোচা) গ্রামের মোজাম্মেল হোসেনের (৬০) স্ত্রী হালিমা খাতুন (৪৮) বেশ কিছুদিন যাবত মরণব্যধি ক্যান্সারে ভোগছিলেন। এমতাবস্থায় সম্প্রতি তার অবস্থার অবনতি হওয়ায় সেবা-সশ্রুষার জন্য নয়াবিল গ্রামে বসবাসরত বড় কন্যার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। পরে রোববার বিকেল চারটা দশ মিনিটের দিকে তিনি মারা যান।
এদিকে ঘাইলারা (সিন্দুরকোচা) নিজ বাড়িতে অবস্থানকারী স্বামী মোজাম্মেল হক স্ত্রীর মৃত্যুর খবর শোনে হৃদরোগে আক্রান্ত হন। পরে স্বজনেরা তাকে সুস্থ্য করে তোলার চেষ্টা করলেও রোববার সন্ধ্যা পৌণে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর শোকে স্বামীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।