শেরপুরের নালিতাবাড়ীতে কোচিং থেকে ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে শহর যুবলীগ নেতাসহ ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্কুলছাত্রীর পিতার দায়ের করা মামলার প্রেক্ষিতে ২২ মে সোমবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ২১ মে রবিবার রাত আটটার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি গ্রামের সেকান্দর আলীর কন্যা ও ঘাইলারা শামছুল হক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অপর দুই বান্ধবীকে নিয়ে বরুয়াজানি বাজারস্থ মেধাসিঁড়ি কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল। এসময় নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া মহল্লার অন্তর (১৮) ও রানা (১৮) নামে দুই যুবক চলন্ত মোটরসাইকেল থামিয়ে ওই কিশোরীর হাতে ধরে টানা-হেচড়া করে এবং শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় ওই কিশোরী ও তার বান্ধবীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং যুবকদ্বয়কে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে যায়।
এদিকে এ খবর পেয়ে ছাড়িয়ে আনতে শহর যুব লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সেতু ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় মোজহারুল হক ও মোজাম্মেল হোসেন নামে দুই ব্যক্তি ওই যুবকদ্বয়কে ছাড়িয়ে দেয়। ফলে পরদিন ২২ মে সোমবার ওই কিশোরীর পিতা সেকান্দর আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিকেলে মামলার প্রধান আসামী অন্তর ও রানা ছাড়াও যুবকদের ছাড়িয়ে দেওয়ার অভিযোগে শরীফুজ্জামান সেতু, মোজহারুল হক ও মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।