শেরপুরের নালিতাবাড়ীতে আজ ২৫ এপ্রিল মঙ্গলবার সকালে বারমারী বাজারের তথ্যসেবা কেন্দ্রে সোলার প্যানেল বিতরন করা হয়েছে।
গ্রামীণ অবকাঠামো সংস্কার ও কাবিটা প্রকল্পের অর্থায়নে পোড়াগাঁও ইউনিয়নের যেসব গ্রামে এখনো বিদ্যুত পৌছায়নি বিশেষ করে বন্যহাতি আক্রান্ত এলাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র অসহায় পরিবারের মাঝে ৩ লাখ টাকা মুল্যের ইডকল মনোনিত কোম্পানীর ২০ ওয়াটের ৩০ টি সোলার প্যানেল সেট বিতরন করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান মোঃ আজাদ মিয়া, ইউপি সদস্য নুরুল হক, ফিরোজা বেগম, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, জামাল উদ্দিন ও তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান মিয়া প্রমুখ।
এতে বক্তারা বলেন, এখনো যেসব পরিবার বিদ্যুত সংযোগ পায়নি, সেসব পরিবারের শিক্ষার্থীরা সোলার প্যানেলের আলোয় লেখাপড়া করতে পারবে। আর বন্যহাতির আক্রমন থেকে কিছুটা হলেও রেহাই পাবে ওইসব পরিবার।