শেরপুরের নালিতাবাড়ীতে পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে ৬ মাসের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১২ জুন সোমবার দুপুরে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা’র পাঁচগাওস্থ নিজস্ব কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সালাহ উদ্দিন আলীম এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আমন্ত্রিত অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকার কর্তৃক পরিচালিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রশিক্ষিত ১৭জন নারী ছাড়াও এনজিও কর্মকর্তা ও স্থানীয় সূধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।