বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় সামাজিক সহয়তা ত্রাণ বিতরন কার্যক্রম চলছে।
এ উপলক্ষে পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র সরকারের ব্যক্তিগত তহবিল থেকে রবিবার (১৯ এপ্রিল) সকালে শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে ৬০ জন সেবায়েত ও সাধুদের মাঝে নগদ ২ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এছাড়াও নয়াবিল ইউনিয়নের চাটকিয়া বর্মণ পাড়ায় ৪০ জন, খলিশাকুড়া আদিবাসী পাড়ায় ৩০ জন, বাঘবেড় ইউনিয়নের কচুবাড়ী বর্মণ পাড়ায় ৪০ জনসহ মোট ১৭০ জন পরিবারের মাঝে ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় তার সাথে ছিলেন, নালিতাবাড়ী শহর পুজা উদযাপন পরিষদের সাধারন সস্পাদক বিধান সরকার শিবু, পুজা পরিষদ নেতা রথীন্দ্র চন্দ্র বর্মণ, শংকর, রনজিত, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নুর ইসলাম ও ইউনিয়ন যুব লীগের সভাপতি লিকসন প্রমুখ।