শেরপুরের নালিতাবাড়ীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান এ জরিমানা করেন।
এরমধ্যে উপজেলার পৌর শহরের মধ্য বাজার এলাকায় মুদি মনোহারী, মিষ্টি ও তেল ব্যবসায়ী এবং শিমুলতলা এলাকা থেকে এক বালু ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
তরফদার সোহেল রহমান শেরপুর টাইমসকে জানান, কৃষি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারামতে ছয় প্রতিষ্ঠানের মালিক ও উপজেলার ভোগাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারামতে দণ্ড দিয়ে তাৎক্ষণিক এক লাখ ২১ হাজার টাকা জরিমানার অর্থ আদায় করা হয়।
এসময় নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপজেলা সেনেটারি পরিদর্শক সুলতান আহাম্মেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানার পুলিশগণ উপস্থিত ছিলেন।