শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকের সাথে কৃষি উন্নয়নে নানা কার্যক্রম তুলে ধরে কৃষি বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কন্দাল ফসল কাসাবার আবাদ বৃদ্ধি ও বিভিন্ন জাতের ফসল উৎপাদন এবং কৃষি উন্নয়নে নানা বিষয়ে মতবিনিময় করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়াসিফ রহমান, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জানানো হয় নালিতাবাড়ী উপজেলায় জেলার গুরুত্বপূর্ণ অন্যতম কৃষি এলাকা হিসেবে কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের’ আওতায় ফসল উৎপাদন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ করানো হচ্ছে। এছাড়া নালিতাবাড়ীর কৃষি উন্নয়ন, চাষীদের সহযোগিতা ও পরামর্শ দানের বিভিন্ন তথ্য সাংবাদিকদের অবগত করা হয়।