শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১আগস্ট) বিকেলে “নালিতাবাড়ী কাগজ” এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণ প্রদান করেন বিএফইউজের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ মঞ্জুরুল আহসান বুলবুল। এসময় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
নালিতাবাড়ী কাগজের সম্পাদক মান্নান সোহলের সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, ক্রীড়াবিদ অসিম দত্ত হাবলু।
পরে মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, সংবাদের ধরণ, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন বিষয়ে প্রায় দেড় ঘন্টা আলোচনা করেন। পরে প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে উপস্থিত সকল অতিথি ও সাংবাদিকদের উন্নতমানের মাস্ক বিতরণ করেন মঞ্জুরুল আহসান বুলবুল।