শেরপুরের নালিতাবাড়ীতে ছোট ভাই আব্দুল খালেকের বসতভিটা ও সম্পত্তি জোড়পুর্বক দখলের পায়তারার অভিযোগ ওঠেছে সহোদর বড় ভাই আব্দুস সাত্তারের বিরুদ্ধে। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ছোট ভাই আব্দুল খালেক।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামে পাশাপাশি বাড়িতে বাস করেন আব্দুস সাত্তার ও আব্দুল খালেক। সম্পর্কে দুজন সহোদর ভাই। দুই ভাইয়ের মাঝে জমিজমাসহ নানা বিষয়ে দীর্ঘদিন যাবত দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার খালেকের বাড়ির রান্নাঘরের চুলার পাশে অসৎ উদ্দেশ্যে একটি মৃত কুকুর পেটিকোট ও ছেড়া মশারী দিয়ে পেঁচিয়ে পুতে রাখে বড় ভাই আব্দুস সাত্তার। পরে চুলার পাশে নতুন মাটিখুড়া ও কবরের মতো দেখতে পান বোন রোকেয়া বেগম। এদিকে ছোটভাই খালেক ব্যবসার সুবাধে গাজীপুরে অবস্থান করায় মোবাইলে তার বোন এ খবর জানান। খবর পেয়ে খালেক নিজ বাড়িতে এসে এসব দেখে তার সন্দেহ জাগে। বড় ভাই সাত্তারের কাছে এ বিষয়ে জানতে চাইলে উভয়ের মাঝে ঝগড়া বাঁধে। একপর্যায়ে খালেক নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ছোটভাই আব্দুল খালেক অভিযোগ করে বলেন, আমার বসতভিটায় লাগানো ফল ও কাঠগাছ মাঝে মধ্যেই আমার বড় ভাই কেটে ফেলে। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলে সম্পত্তি দখলের পায়তারাও করছে সে।
বড় ভাই আব্দুস সাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, মৃত কুকুরটি গন্ধ ছড়ানোর কারনে আমি সরল মনে আমার ছোট ভাইয়ের জায়গায় মাটি চাপা দিয়েছি। এনিয়ে এতো কিছু করা ঠিক না।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে চুলার পাশে মাটিচাপা দেয়া কুকুরটি অন্যত্র সরানোর ব্যবস্থা করেছি। এছাড়া পরবর্তী আইনী ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।