শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নালিতাবাড়ী শহর আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে শেরপুর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নাজমূল আহসান লিটন ও ছফুর উদ্দিন সফরকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়েছে। কমিটিতে যুগ্ন আহ্বায়ক-সুলায়মান মেম্বার, সবুজ মিয়া, নূর মোহাম্মদ, মো: বাবু, রুবেল মিয়া, রফিকুল ইসরাম দানব, রফিকুল ইসরাম রফিক,ওয়াহাব মিয়া, সফর আলী, মাসুদুর রহমান মাসুদ, বাবুল মিয়া সহ ১৯জন। বাকী ২১ জনকে সদস্য কমিটি গঠন করা হয়। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এ আহ্বায়ক কমিটি গঠিত হয় ৬ মাসের জন্য।
দলীয় সুত্রে জানা গেছে, শেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম সোমবার (১ জুলাই) রাতে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দিয়েছেন। শেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরাসরি কণ্ঠভোটের মাধ্যমে দলীয় কার্যালয়ে এই আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন দেওয়া হয়েছে।