শেরপুরের নালিতাবাড়ীতে জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাং-লড়ী ও কাভার্টভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ঢাকা-৩২৭৭) এর আওতাধীন ১নং পোড়াগাঁও ইউনিয়নের উপ-কমিটির ত্রি-বার্ষিক সাধারন সভা শনিবার (১৪ মার্চ) বিকেলে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্ট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
এতে পোড়াগাঁও ইউনিয়নের উপ-কমিটির সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাক, মিনি ট্রাক, ট্যাং-লড়ী ও কাভার্টভ্যান চালক শ্রমিক ইউনিয়নের শেরপুর জেলা শাখার সভাপতি মো. আরিফ রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক হোসেন আলী। আরো বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা শাখার আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, পোড়াগাঁও ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া, শ্রমিক ও নারী নেত্রী ক্লডিয়া নকরেক কেয়া, বন্দনা চাম্বুগং, শ্রমিক নেতা এরশাদ আলম, বিল্লাল হোসেন, তারা মিয়া, আনছারুল হক, নুরুল হক, হোসেন আলী, সাইদুল ইসলাম ও রুহুল আমীন প্রমুখ।
ত্রি-বার্ষিক সভায় বিগত তিন বছরের আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া। এসময় নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার দুই শতাধিক শ্রমিকরা উপস্থিত থেকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। পরে পরামর্শক্রমে প্রধান অতিথি মো. আরিফ রেজা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার ঘোষনা দেন।