শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, সাংগঠনিক সম্পাদক লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, সহ- সভাপতি প্রিন্সিপাল মুনিরুজ্জামান, উপজেলা যুবলীগের আহব্বায়ক আলহাজ জাহাঙ্গীর আলম প্রমুখ নেতৃবৃন্দ।