শেরপুরের নালিতাবাড়ীতে শীতে দরিদ্র-অসহায়দের মাঝে ‘উষ্ণতা ছড়াচ্ছে ‘মানবতার সিঁড়ি’। পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় এবং সেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবতার’ পরিচালনায় মাসব্যাপী দরিদ্র-অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
সূত্রে জানা গেছে, শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় নব নির্মিত পৌরসভা ভবন চত্বরে অসহায় দরিদ্র শীতার্থ মানুষের জন্যে একমাস ব্যাপী ‘মানবতার সিঁড়ি’ নামে একটি স্টল স্থাপন করা হয়েছে । পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় স্টলটি পরিচালিত হচ্ছে। এর আয়োজনের রয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবতা’। সার্বিক সহযোগিতায় রয়েছে নালিতাবাড়ী পৌরসভা। মানবতার সিঁড়ি স্টলে দুটি কনার স্থাপন করা হয়েছে। একটিতে যেকেউ স্বেচ্ছায় নতুন বা ব্যবহার করা পুরাতন কাপড় দিতে পারবেন। অন্যটি থেকে দরিদ্র-অসহায় মানুষেরা পছন্দমত কাপড় নিয়ে যেতে পারবেন। এই কার্যক্রম চলবে মাসব্যাপী।
এদিকে, গতকাল শুক্রবার থেকে জাগ্রত মানবতার সেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পুরানত কাপড় সংগ্রহ করছেন। পরে এই কাপড় স্টলে এনে রাখা হচ্ছে। এখান থেকে অসহায় দরিদ্র মানুষরা বিনামূল্যে নিজের পছন্দ মতো শীতবস্ত্র নিতে পারবেন। এর আগে, গত ২৪ ডিসেম্বর ‘মানবতার সিঁড়ির’ কার্যাক্রমের উদ্বোধন এবং শীত বস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক।
এ বিষয়ে সেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবতার’ সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জয় বলেন, শীত এলেই আমরা প্রতি বছরই দরিদ্র-অসহায়দের সহযোগিতা করি। এবার ‘মানবতার সিঁড়ির’ মাধ্যেমে শীত বস্ত্র বিতরণ ভিন্নমাত্রা যোগ হয়েছে। সামর্থ্যবানরা যদি নিজেদের অবস্থান থেকে অন্তত একটি করে পুরাতন শীতবস্ত্র এই ‘মানবতার সিঁড়িতে’ দিয়ে যান, তাহলে শীতে কষ্ট করা অসহায় মানুষদের অনেক বড় উপকার হবে।
মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন,গত বছরও তিন মাস ব্যাপী মানবতার দেয়াল নামে অসহায় গরিব মানুষের শীতবস্ত্র দেওয়া হয়েছে। এরি ধারাবাহিকতায় এবারও মনবতার সিঁড়ি নামে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। মাস ব্যাপী এই কার্যক্রম চলবে।