শেরপুরের নালিতাবাড়ীতে বিজয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষে সোমবার (১৭ জানুয়ারী) সকালে কমরেড আবুল বাশার বিগ্রেডের আয়োজেন শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নালিতাবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে শহরের আড়াইআনী বাজারের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরন হয়।
নালিতাবাড়ী উপজেলার রাজনগর, বাঘবেড় ও নালিতাবাড়ী ইউনিয়নের ২শ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল বিতরন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমরেড আবুল বাশার বিগ্রেডের সমন্বয়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, দলটির নালিতাবাড়ী ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, রাজনগর ইউনিয়নের রফিকুল ইসলাম, বাঘবেড় ইউনিয়নের আবদুল্লাহ, আতাউর রহমান ও রফিকুল ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরন শেষে দুপুরে উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।