শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শাহীন স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর সোমবার দুপুরে পৌর শহরের উত্তর গড়কান্দা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এ পুরুস্কার বিতরণ করা হয়। শেরপুর শাখার পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীন স্কুল জামালপুর শাখার পরিচালক আঃ গফুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সবুর, বাংলানিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, শেরপুর শাখার পরিচালক শহিদুজ্জামান, নালিতাবাড়ী শাখার পরিচালক, হুমায়ূন কবির মো. আশ্রাফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবকদের মাঝে পরার্মশমূলক বক্তব্য রাখেন নূরুজ্জামান, হাবিবা আক্তার সাবিনা, শারমিন আক্তার, হুমায়ূন কবির, আকতারুজ্জামান। এসময় ১শ ৭১জন শিক্ষার্থীর হাতে খেলাধুলা ও পরীক্ষায় ভাল ফল করায় উৎসাহ পুরস্কার তুলে দেওয়া হয়।