শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর নাক্শী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘দুর্নীতিকে না বলার’ অঙ্গীকার করেছে। শনিবার দুপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষের কর্মসূচিতে এ অঙ্গীকার করে।
পরে বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি এম হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলস পাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, দুপ্রকের সহ-সভাপতি জোবায়দা খাতুন, সাধরণ সম্পাদক আবদুল মান্নান সোহেল, সদস্য হাফিজুর রহমান, কোহিনুর রুমা, নাক্শী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপ্রকের সহ-সভাপতি জোবায়দা খাতুন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করা। পরে শিক্ষার্থীদের মাঝে বির্তক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।