মুজিব বর্ষের অঙ্গিকার নালিতাবাড়ী উপজেলা করবো পরিস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার পরিচ্ছন্ন করণের মাধ্যমে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে বিডি ক্লিন নালিতাবাড়ী উপজেলা টিমের যাত্রা শুরু করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন নালিতাবাড়ী পৌর মেয়র মোঃ আবুবক্কর সিদ্দীক।
এসময় তিনি বিডি ক্লিন শেরপুরের এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় বিডি ক্লিন সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার নালিতাবাড়ী পৌরসভা হবে পরিস্কার এর প্রতিফলন ঘটাতে আমরা নালিতাবাড়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি। তিনি পৌর শহরের দোকানদারদের দোকানের পাশে একটি করে ময়লার ঝুড়ি রাখার পরামর্শ দেন এবং বিডি ক্লিন নালিতাবাড়ী উপজেলা ইউনিটকে সার্বিক সহযোগিতা করার কথাও ঘোষণা করেন।