শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, যোগেন রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল ও শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।