শেরপুরের নালিতাবাড়ীতে ট্রলিতে লোহার পাইপ তুলার সময় অসাবধানতাবশত পাইপ পড়ে গিয়ে ওই পাইপের আঘাতে নিহাল নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গেরাপঁচা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিহাল ওই গ্রামের আনিসুর রহমান বাবুর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে , ওই গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে আর্সেনিক প্রকল্পের গভীর নলকূপ স্থাপনের কাজ শেষে ঠিকাদারের লোকজন অন্য একটি সাইডে কাজ করার জন্য রাস্তার পাশে ট্রলি দাড় করিয়ে বোরিংয়ের কাজে ব্যবহৃত লোহার পাইপ ট্রলিতে তুলতেছিল । এসময় অসাবধানতাবশত একটি পাইপ ট্রলি থেকে ছিটকে পাশে পড়ে যায়। এতে পাশে দাড়িয়ে থাকা শিশু নিহালের মাথার পেছনে অংশে ও ঘাড়ে প্রচন্ড আঘাত লাগে ।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু নিহালের মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন।