শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজার এলাকার আন্ধারুপাড়া গ্রামের মৃত- আব্দুস সামাদের বড় ছেলে হাসেম আলী (৪২) গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মৃত্যুবরন করেন। এ ঘটনায় নিহতের লাশ দাফন করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে ভালুকা থেকে মাইক্রোবাসযোগে তার স্বজনরা নালিতাবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে গেলে ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১ শিশু, ৪ নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। এ মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে ১৪ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের ভাইটকান্দি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ২ জনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একে অপর পরিবারের সদস্য বলে জানা গেছে।