শেরপুরের নালিতাবাড়ীতে লবন সংকটের গুজব ঠেকাতে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে অধিক দামে লবন বিক্রি করার অপরাধে উপজেলার বিভিন্ন হাট-বাজারের দশ জন মুদি দোকানীকে ভিন্ন ভিন্ন অংকের টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, দেশে পর্যাপ্ত লবন সরবরাহ থাকার পরেও লবনের সংকট হয়েছে এমন গুজব তুলে পাইকারী ও খুচরা বিক্রেতারা সোমবার রাত থেকেই উচ্চ মুল্যে লবন বিক্রি করতে শুরু করে। এমন গুজব ঠেকাতে মঙ্গলবার বিকেলে অভিযানে নামেন নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমীন।
পরে অভিযান চালিয়ে পৌর শহরের এক দোকানে ১০ হাজার, আড়াইআনী বাজারে তিন দোকানে ২ হাজার ৫শ, চারআলী বাজারে ৪ দোকানে ৬ হাজার ৫শ ও বারমারী বাজারে দুই দোকানে ৪ হাজারসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কর্মকর্তারা জানান রাতেও এই অভিযান চলবে। এতে জরিমানার টাকা আরো বাড়তে পারে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান জানান, দেশে কোন লবন সংকট নেই। অতি মুনাফালোভী ব্যবসায়ীরা এ ধরনের গুজব রটিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে আমাদের এই ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।