শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তালতলা বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় ছাহেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ বিকেলে নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে তালুকপাড়া গ্রামের আকবর আলীর স্ত্রী ছাহেরা খাতুন তালতলা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলো। এসময় রাস্তা দিয়ে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ৪টার দিকে তার মৃত্যু হয়।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।