শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে মোটর সাইকেল চাপায় মোছা. মমতা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার দুপুওে উপজেলার নয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মগর আলী স্ত্রী।
এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নালিতাবাড়ী-নাকুগাঁও দুইলেন সড়কের নয়াবিল বাজার এলাকার সড়কে গৃহবধূ মমিনা বেগম রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে চাপায় দেয়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাশেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।