
শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হাকিম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মুজিববর্ষ গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নকলা হান্টার বনাম নালিতাবাড়ী উপজেলার ফিরুজ-লিটন স্পোর্টস’র মধ্যকার এ খেলায় নকলা হান্টারকে বিদায় জানিয়ে ফাইনালে উঠে। ফলে নালিতাবাড়ি পৌরসভার মুখোমুখি হলো ফিরুজ লিটন-স্পোর্টস ক্লাব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার রুপনারায়নকুড়া নীচপাড়ার মাদ্রাসা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রয়াত এমএলএ মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম সরকারের ছেলে নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সরকার গোলাম ফারুকের পৃষ্ঠ পোশকতায় প্রাণবন্ত এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা।
অন্যান্য অতিথিদের মধ্যে বিক্রমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান, নালিতাবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ ইকবাল, কাকরকান্দি ইউপির চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকতার হোসাইন, যোগানিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনছার আলী, সুপরিচিত সাবেক খেলোয়াড় অসীম দত্ত হাবলু, নালিতাবাড়ী সনাক’র সভাপতি সাদরুল আহসান মাসুম, আওয়ামী লীগ নেতা সামিউল, ওয়াল্টন পাণ্য পরিবেশক ফাত্তাহ ও ব্যবসায়ী রহুল আমিনসহ অগণিত ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ খেলা উপভোগ করেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফিরুজ লিটন-স্পোর্টস এর অধিনায়ক ফিরোজ আলম। খেলা শেষে প্রধান অতিথি নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশাসহ অন্যান্য অতিথিবৃন্দরা ম্যান অব দ্যা ম্যাচ এবং বিজয়ী ও বিজিত দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলেদেন।