শেরপুরের নালিতাবাড়ীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে এসব বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী পৌর সভার মেয়র আবুবকর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। পরে নালিতাবাড়ী উপজেলার জীবিত ১৩৬ জন মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডিকার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ করা হয়।