শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগে অশালীন আচরণের অভিযোগ এনে স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে মুক্তিযোদ্ধাদের একাংশ। তারা শহরের উত্তর বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবি জানান।
জানাগেছে, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা বারি তালুকদার, আব্দুস সালাম, নাজিম বিডিআর প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী বদিউজ্জামান বাদশা, মোকসেদুর রহমান লেবু, সরকার গোলাম ফারুক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সব মুক্তিযোদ্ধাদের নিয়ে যোগ দিতে ২৫ মার্চ বিকেলে একটি প্যান্ডেল তৈরি করতে গেলে উপজেলা নির্বাহী অফিসার তাতে বাঁধা দেন।
এ সময় মুক্তিযোদ্ধাদের কয়েকজন মুক্তিযোদ্ধারা কোথায় বসবে প্রশ্ন করলে, ইউএনও তাদের মাটিতে বসার কথা বলেন।
এ ছাড়াও তারা ইউএনরও বিরুদ্ধে প্রতি বছর সংবর্ধনা অনুষ্ঠানে তাদের নিন্মমানের খাবার ও উপহার দেওয়ার অভিযোগ করেন।
তারা এ সমাবেশ থেকে অবিলম্বে এ উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবি জানান। অন্যথায় বৃহত্তম আন্দোলন কর্মসূচীরও ঘোষণা দেন।
এদিকে শেরপুরের নালিতাবাড়ীতে মহান স্বাধীনতা দিসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ জিন্দাবাদ লেখায় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন ।
এব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, যারা আমার বিরুদ্ধে যে সব অভিযোগ করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট এবং এর সাথে আদোও আমার কোন সম্পৃক্ততা নেই। গত কাল মুক্তিযোদ্ধাদের পৃথক সংবর্ধনা কথা শুনে আমি সাবেক কমান্ডার সাহাবুদ্দিন সাহেবকে ফোন দিয়ে জানতে চাইলে তিনি আমার কোন কথা না শুনেই আমাকে গালাগালি করেন। এক পর্যায়ে তিনি আমার কথা না শোনায় আমি ফোন রেখে দেই। এছাড়া আজ তারা কোথায় পৃথক অনুষ্ঠান করছে তা আমার জানা নাই। আর মুক্তিযোদ্ধা সবাইকে চিঠি দেওয়া হলেও তাদের মধ্যে কতিপয় লোক এখানে না আসলে প্রশাসনের করার কিছু নেই।