শেরপুরের নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে ও রুনা ইলেক্ট্রনিকের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বাধন করেন পৌর মেয়র আবুবকর সিদ্দিক।
এসময় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক এমএ. হাকাম হীরা, উপজেলা আ’ লীগের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার, রুনা ইলেকট্রনিক্সের সত্বাধিকারী সামিউল হক। এতে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ী। খেলা উদ্বোধনের আগে শহরে মার্সেলের সৌজন্যে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। উদ্বোধনী খেলায় যুব মুসলিম একাদশ সুর্য্যসেনা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
মজিবর রহমানের পরিচালনায় ওই খেলাটি দুরদুরান্তের শতশত ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।