শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকার আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে শনিবার (১৬ অক্টোবর) বিকেলে মার্সেল ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার। সেরা চমক হিসাবে খেলায় উপস্থিত ছিলেন মার্সেল ব্যান্ড এ্যামবাসেডর বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়ক আমিন খান ও চিত্র নায়িকা কেয়া। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন নালিতাবাড়ীর মেসার্স রুনা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী ছামিউল হক। খেলায় নালিতাবাড়ী যুব মুসলিম একাদশ রামচন্দ্রকুড়া বৈশাখী বাজার একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মজিবর রহমান। পুরুষ্কার হিসেবে চ্যাম্পিয়ান দলকে একটি মার্সেল ব্যান্ডের ফ্রিজ ও রানার্স আপ দলতে এলইডি টিভি দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও শহিদুল্লাহ তালুকদার মুকুল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন নুরে আলম চঞ্চল। এসময় দুর-দুরান্তের প্রায় ৫ সহস্রাধিক ক্রিড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন।