শেরপুরের নালিতাবাড়ীতে দেশীয় ইলেকট্রনিক্স পণ্য মার্সেল কোম্পানীর সৌজন্যে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৩ উপলক্ষে র্যালী, মাস্ক বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে পৌরশহরের রুনা ইলেকট্রনিক্সের উদ্যোগে এসব কর্মসুচী পালন করা হয়।
শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ মার্সেলের এক্সক্লুসিভ ডিলার রুনা ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী সামিউল হকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। এসময় মার্সেলের ব্র্যান্ডিং টিমের সদস্য, যুব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দেশের অন্যতম স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানী মার্সেল টিভি, ফ্রিজ, ইয়ারকন্ডিশনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী দেশে ও দেশের বাইরে সরবরাহ করে গ্রাহকের আস্থা অর্জন এবং সুনাম কুড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী ছাড়াও দেশের উন্নয়নে মার্সেল কোম্পানী খেলাধুলা ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এখন মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৩ চলছে। এই ক্যাম্পেইনকে সফল করতে র্যালী, মাস্ক বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়। এছাড়া গ্রাহকের স্বার্থের কথা বিবেচনা করে ও তাদের চাহিদা পুরণে এই কোম্পানী বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের অফার দিয়ে আসছে। এই অফারে বর্তমানে গ্রাহকরা মার্সেলের পণ্য কিনে প্রতি ঘন্টায় পণ্য ফ্রি পাচ্ছেন।