শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের নানা কর্মসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন পৌর শহরের শহীদ মিনারে তোপধ্বনী এবং বীর শহিদদের প্রতি পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জরি মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।
বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নালিতাবাড়ী পৌরশহরের উত্তর বাজারস্থ মার্সেলের এক্সক্লুসিভ ডিস্টিবিউটর রুনা ইলেকট্রনিক্স এর আয়োজনে মার্সেল ইলেক্ট্রনিক্স কোম্পানীর সৌজন্যে কেক কাটার পর এক বর্নাঢ্য র্যালী তারাগঞ্জ উত্তরবাজার হয়ে উপজেলা গেইট সড়ক প্রদক্ষিন করেন। এতে অংশ নেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, সমাজ সেবক মঞ্জুরুল হক মাসুদ, ফিরোজ আহমদ, রুনা ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী সামিউল হক, সাংবাদিক আমিরুল ইসলাম ও এম. সুরুজ্জামানসহ অন্যান্যরা। মার্সেলের র্যালীতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ছাড়াও দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা কর্মসুচীতে বিজয় দিবস উদযাপন করেছে।