শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের মধুটিলা ইকোপার্কে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকালে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল ঢাকার বন সংরক্ষক কর্মকর্তা মোল্লা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ঢাকার বন সংরক্ষক কর্মকর্তা একেএম জহির উদ্দীন আকন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান, হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সুরুজ মিয়া প্রমুখ।
এসময় শেরপুর জেলার বালিঝুড়ি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের আওতাধীন ২৭ টি ইলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এর ২৭০ জন সদস্য অংশগ্রহন করেন।