শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক দুই যুবককে পৃথকভাবে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
সূত্রে জানা গেছে, শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রবিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকীকুড়া ও আমবাগান এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আমবাগান এলাকা থেকে জয়নাল আবেদিনের ছেলে সবুজ মিয়াকে ৬ পিস ইয়াবাসহ ও বেকীকুড়া এলাকা থেকে আব্দুর রহমানের ছেলে মাসুদ মিয়াকে গাঁজাসহ আটক করা হয়। পরে উভয়কে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফুর রহমানের কার্যালয়ে আনা হলে সাক্ষ্যপ্রমাণ শেষে ইয়াবা রাখার দায়ে সবুজ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩শ টাকা অর্থদন্ড এবং গাঁজা রাখার দায়ে মাসুদকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।