শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে কর্মশায়ালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশিদ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক ইসলাম প্রমুখ।
এ কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১১টি গ্রুপ থেকে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নানা সুপারিশ উপস্থাপন করা হয়।