শেরপুরের নালিতাবাড়ীতে মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) জামালপুরের উদ্দ্যোগে মাটি (মৃত্তিকা) পরীার উপর কৃষক পশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকালে স্থানীয় উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জামালপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শওকতুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা কৃষিকর্মকর্তা শরিফ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় পশিক্ষণে ৫০জন কৃষককে মৃত্তিকা পরীক্ষার জন্য মৃত্তিকার নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যাবহারের উপর পশিক্ষণ দেওয়া হয়।