শেরপুরের নালিতাবাড়ীতে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। এরই মধ্যে মাইকের মাধ্যমে গান বাজিয়ে চলছে নির্বাচনী প্রচারনা। প্রচারকরা অটোগাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর বড় বড় মাইকে নতুন নির্বাচনী গানের রেকডিং বাজিয়ে জাঁকজমকপুর্ন প্রচারনা চালাচ্ছেন। চলন্ত মানুষ এটি দেখতে ও শুনতে মাইকের প্রচারনার দিকে অনেকে এক নজর দেখে নিচ্ছেন। এছাড়াও শহর কিংবা গ্রামের দোকানপাটেও নির্বাচনী গান বাজতে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবার নৌকা প্রতিকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও ধানের শীষ প্রতিকের প্রার্থী ফাহিম চৌধুরী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। এই দুই প্রার্থীর মাইকের প্রচারনায় শহরে কর্মীসমর্থকদের মাঝে এক নতুন উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। উভয় দলের মাইকিং প্রচারনায় চায়ের ষ্টল গুলিতেও আড্ডার ফাঁকে এসব প্রচারনার আলোচনাও যোগ হয়েছে বলে ভোটাররা জানিয়েছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।