শেরপুরের নালিতাবাড়ীতে এডিশ মশার কামড়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে কলেজের ছাত্রছাত্রী ও পৌরবাসীর মাঝে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ মশক নিধন অভিযানে সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাজী মকিম উদ্দিন, আবুল কাশেম, আছমত আলী, এসএম রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ মাসুদ, জিনাত জাহান, আবুল হাশেম, রহুল হায়দার শামীম, প্রভাষক জাহিদুল হাসান প্রমুখ।
অপরদিকে, নালিতাবাড়ী পৌরসভার মশক নিধন কর্মসূচীর অংশ হিসাবে নালিতাবাড়ী পৌরসভার ২নং ও ৩নং ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করেছে।
এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, কমিশনার ছামেদুল হক মধু, জহিরুল হক, নুপুর অধিকারী, বাদশা মিয়া প্রমুখ।