শেরপুরের নালিতাবাড়ীতে দলবদ্ধভাবে দেশীয় মদ সেবন করে মাতলামি করার অভিযোগে উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম আন্দারুপাড়া খলচান্দা থেকে ৫ যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বারমারী আন্দারুপাড়া জুলফিকার আলী ভুট্রোর বাড়ির পাশে থানা পুলিশের এসআই সুমন মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খলচান্দা যাওয়ার কাঁচা রাস্তায় ৫ যুবককে দেশীয় মদ সেবন করে মাতলামী করতে দেখা যায়। পরে তাদের আটক করে নালিতাবাড়ী থানায় আনা হয়। এরা হলো- কালাপানি গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৬), শেখেরকুড়া গ্রামের সোহেল (৩২), একই গ্রামের নজরুল ইসলাম (৩৯), ঝিনাইগাতি উপজেলার বড় মালিঝিকান্দা গ্রামের মোখলেছুর রহমান ওরফে ফয়সাল (২১) ও একই গ্রামের ইব্রাহিম ওরফে মোশারফ হোসেন (২১)।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের এসআই সুমন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়েছে।