শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, আছমত আরা আছমা, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক কৃষকলীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলিল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াজকরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, সহ-সভাপতি প্রিন্সিপাল মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আশুরা বেগম, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক খন্দকার শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক হাজী আজাদ মিয়া, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা, শহর, ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও কৃষকলীগের নেতৃবৃন্দ।